রাবির পরিবহন শিডিউলের পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা


RU Correspondent | Published: 2022-09-01 22:03:16 BdST | Updated: 2024-04-16 22:18:14 BdST

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সম্প্রতি সরকার ঘোষিত নিয়ম মেনে ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। একই সাথে বাস চলাচলের সময়সূচীতেও এসেছে সেই পরিবর্তন। তবে বিশ্ববিদ্যালয় পরিবহনের নতুন এই সময়সূচী নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন নিয়ম মেনে সকাল ৮টা থেকে ক্লাস ও অফিসের কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলছে বিকাল ৩টা পর্যন্ত। তবে অভিযোগ রয়েছে, এই নিয়ম মানছে না অনেক বিভাগই। কোনো কোনো বিভাগের ক্লাস সকাল ৯ টায় বা ১০ টায় শুরু হয়ে চলছে বিকেল ৪ পর্যন্ত। অন্য দিকে শিক্ষার্থীদের জন্য বাসের ট্রিপ রাখা হয়েছে মাত্র ২টি। সকাল সাড়ে ৭টায় ও বিকাল সোয়া ৩টায়। যার ফলে ক্লাস রুটিন ও বাসের সময়সূচীতে গরমিল তৈরি হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

এদিকে, বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের জন্য গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। ছয়টি ট্রিপ কমিয়ে সাময়িকভাবে দুইটি করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ও বিকাল সোয়া ৩টা এই দুইটি ট্রিপ রাখা হয়েছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, বাস চলাচলের ট্রিপ রাখা হয়েছে মাত্র দুইটা। অনেকের ক্লাস শুরু হয় সকাল ১০টা থেকে। আবার কারও কারও ক্লাস দুপুর একটার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। যার ফলে দূর-দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন তারা পড়ছে চরম বিপাকে। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে বাসের জন্য। ফলে অনেক বেশি সময় অপচয় করতে হচ্ছে তাদের। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান তারা।

নগরীর বানেশ্বর এলাকার একটি মেসে থাকছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নিজের ভোগান্তির কথা জানিয়ে তিনি বলেন, কাল সকাল ১০ টা থেকে ক্লাস ও ২ টা থেকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। কোন টাতেই উপস্থিত হতে পারি নাই। অটো চলে নাই। আমার ক্লাস সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এত দূর থেকে কীভাবে যাবো? রিক্সা করে গেলে যাওয়া-আসায় ১০০ টাকা লাগবে। আমার মত আরও কত ছাত্র-ছাত্রী আছে যারা ক্লাস করতে পারছেনা। প্রশাসনের তো কোন মাথা ব্যথা নাই। বাস ট্রিপ টা কমিয়ে দিয়ে ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন মিশন বলেন, ৬ ট্রিপ থেকে এখন মাত্র ২ ট্রিপে। আমার মত অনেক শিক্ষার্থী আছে যারা ৫ টাকা বাচানোর জন্য ১ কি.মি. হেটে টিউশনে যায়। সব রুটে বাসে শিডিউল না কমিয়ে কিছুকিছু রুটে চালানোর অনুরোধ করছি। বিশেষ করে বাজার, সিএন্ডবি, কোর্ট, লক্ষীপুর, কাশিয়াডাঙ্গা, নিউমার্কেট, বর্ণালী রুটে।

পরিবহনের এমন পরিবর্তনকে সাময়িক বলছেন বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক। তিনি বলেন, আমরা সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ শতাংশ তেল সাশ্রয় করার জন্য সাময়িকভাবে দুইটি ট্রিপ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কখনো চাই না শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হোক। এই সমস্যা হয়তো আগামী দুই মাসের মধ্যে নিরসন হয়ে যাবে।

তিনি আরও বলেন, একই সময়ে ক্লাসের রুটিন পরিবর্তন ও বাস চলাচলের শিডিউল পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীদের এই সমস্যাটা হচ্ছে। তবে খুব শিঘ্রই আলোচনা করে সিদ্ধান্ত নিবো এই সমস্যা কিভাবে নিরসন করা যায় বলে জানান তিনি।