রাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বহিষ্কার দাবি


RU Correspondent | Published: 2022-09-13 01:57:49 BdST | Updated: 2024-04-20 13:01:16 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহা সৌমিকসহ অন্যদের বহিষ্কার না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে তিন দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় আমাদের বিভাগ বনাম আইবিএর মধ্যে টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। আইবিএর শিক্ষার্থীরা রেফারির সিদ্ধান্তকে উপেক্ষা করে বাকবিতণ্ডার সৃষ্টি করে। একপর্যায়ে তারা আমাদের প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করে। তখন আমাদের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমান তাদের শান্ত হতে অনুরোধ করেন। কিন্তু তারা শান্ত না হয়ে আরও বেশি উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে এবং একপর্যায়ে আইবিএর শিক্ষার্থী আবু সিনহা সৌমিক আমাদের স্যারের কলার চেপে ধরে টানা-হেঁচড়া করতে থাকে। এসময় আমরা শিক্ষার্থীরা স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা কোনো রকমে স্যারকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে আইবিএ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে।