শিক্ষককে লাঞ্ছিত করায় রাবি থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার


RU Correspondent | Published: 2022-09-16 07:40:33 BdST | Updated: 2024-03-28 20:44:05 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আবু সিনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাময়িক বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান  বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির স্বার্থে প্রশাসনের তাৎক্ষণিক সিদ্ধান্তে আবু সিনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনাতে যে তার সংশ্লিষ্টতা আছে, সেটা সে নিজেই স্বীকার করেছে। তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, সার্বিক প্রেক্ষাপট চিন্তাভাবনা করে আবু সিনাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেগুলো প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক স্থাপন ও একে অপরের প্রতি সম্মানবোধ জাগ্রত করতে হবে।

এর আগে গত রোববার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোইজুর রহমান মীমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা তার কলার ধরে টানাহেঁচড়া করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের মারধর করেন।

//