স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

৩ ঘণ্টা ধরে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ


RU Correspondent | Published: 2023-03-12 04:44:16 BdST | Updated: 2024-04-17 02:32:40 BdST

স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী-ঢাকা মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচল করা যাত্রীরা। শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষের কারণে রাত ১০টার দিকেও যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিনোদপুর সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে নগরীর ভদ্রা মোড়, তালাইমারী মোড় ও চৌদ্দাপাই-কাটাখালী সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিকল্প পথে যানবাহনগুলো চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও সাধারণ মানুষকে। নাটোরের দিক থেকে আসা যানবাহনগুলো নগরীর চৌদ্দপাইয়ের বিহাস গেটে আটকে দিচ্ছে পুলিশ। এই যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে বুধপাড়া নতুন ফ্লাইওভার হয়ে ভদ্রা বাসস্ট্যান্ড ও শিরোইল বাসস্ট্যান্ডে প্রবেশ করছে।

একইভাবে ভদ্রা মোড় ও তালাইমারীতে পুলিশ অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে। ফলে বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড় হয়ে কাটাখালীতে উঠছে। তবে পথ দীর্ঘ হওয়ার কারণে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে ১৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টারও বেশি।

রজব আলী নামে এক যাত্রী জানান, কাটাখালী থেকে শিরোইল বাসস্ট্যান্ড ১৫ থেকে ১৭ টাকা ভাড়া। কিন্তু অটো চালকরা ভাড়া নিচ্ছে ২৫ টাকা করে। তারা বলছেন অনেক রাস্তা ঘুরতে হচ্ছে। এছাড়া সড়কে অটোরিকশা সীমিত চলাচল করছে।

নগরীর ভদ্রা মোড়ে অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম বলেন, কাটাখালী থেকে শিরোইল যাব। আমাদের অটোরিকশা বিনোদপুর বাজারের অদূরে মির্জাপুর এলাকায় এসে আটকে যায়। একটু পরে শুনি স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের মারামারি হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যানবাহনের দীর্ঘ লাইন হয়ে গেছে। পরে বিকল্প পথ হিসেবে মির্জাপুর এলাকার ভেতর দিয়ে তালাইমারী হয়ে ভদ্রার দিকে রওনা হই।

অটোরিকশা চালক রুস্তম আলী জানান, চৌদ্দপাইয়ে পুলিশ ব্যারিকেড দিয়েছে। কাটাখালীর দিক থেকে আসা যানবাহনগুলো বুধপাড়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এতে করে যানবাহনগুলো মেহেরচন্ডি দায়েরাপার্ক হয়ে ভদ্রায় যাচ্ছে। এছাড়া কিছু কিছু যানবাহন বিমানচত্বর হয়ে শালবাগান ও পরে গোরহাঙ্গা রেলগেট হয়ে শিরোইল ও সাহেববাজারে যাচ্ছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, ভদ্রা মোড়ে পুলিশ বাসগুলো ঘুরিয়ে দিচ্ছে। পুলিশ বাইপাস দিয়ে যানবাহনগুলো ঘুরিয়ে দিচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আর যানবহন চলাচল স্বাভাবিক হয়নি। বিকল্প পথে যানবাহনগুলো চলাচল করছে।