মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে শাওন নামে এক বখাটে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ১০টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা হয়।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শাওন নামে এক বখাটে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, হঠাৎ মেয়েটির বাসায় ঢুকে ব্লেড ও চাকু দিয়ে মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় শাওন।
পরে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এসএইচ/ ২৪ জানুয়ারি ২০১৮