চট্টগ্রাম মহানগরে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে নিউ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ছয়জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘটের সমর্থনে নিউমার্কেট মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথম দফা হামলা চালায়। পরে এই হামলার প্রতিবাদে প্রগতিশীল জোটের নেতারা নিউমার্কেট এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যালয়ে ভাঙচুর চালায়। হামলার সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে কে বা কারা গিয়ে বাধা দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ছাত্রী নিপীড়নে অভিযুক্তদের বহিষ্কারসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের মুখে গত ২৩ জানুয়ারি প্রায় চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেলে লাঠিসোঁটা ও রড নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে উদ্ধার করেন উপাচার্যকে। এতে অন্তত ৪০ জন আহত হন।
তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, আন্দোলনকারীরা উপাচার্যের ওপর হামলা চালিয়েছিল। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা পিতৃতুল্য উপাচার্যকে উদ্ধার করেছেন।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।
এইচজে/ ২৯ জানুয়ারি ২০১৮