বেপরোয়া বাস কেড়ে নিল দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের প্রাণ


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-05 17:12:22 BdST | Updated: 2024-10-13 22:22:29 BdST

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেপরোয়া বাসের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বাংলানিউজকে জানান, ওই দু’জন এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় তারাপুর সড়কে একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিন মারা যান।

মোটরসাইকেলের অপরজন ওই দুই পরীক্ষার্থীর অভিভাবক বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। বাসটি পালিয়ে গেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টিআই/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮