বেসরকারি স্কুলকে শুধু লটারিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশ


Dhaka | Published: 2021-01-05 00:54:35 BdST | Updated: 2024-03-29 20:56:35 BdST

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের বেসরকারি স্কুলগুলোকে শুধু লটারিতেই শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

রবিবার জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশির চিঠিতে বলা হয়, লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করার বিষয়টি উল্লেখ রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মহানগরীর কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আগের জারি করা নির্দেশনা অনুসরণ করছেন না, যা অনভিপ্রেত।

এ অবস্থায় ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের পূর্বে লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে অনুরোধ করেছে মাউশি।

এর আগেও এমন নির্দেশনা জারি করা হয়। বেসরকারি মাধ্যমিক স্কুলের উদ্দেশে গত ডিসেম্বরে মাউশির আগের সেই চিঠিতে মোট ৫ নির্দেশনা দেওয়া হয়েছিল।

//