যুক্তরাষ্ট্র্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর বৃত্তি


Dhaka | Published: 2021-10-10 05:53:48 BdST | Updated: 2024-04-19 04:45:12 BdST

র‌্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবস্থিত। উন্নত জীবনমান, গবেষণা ও পড়াশোনার মানের বিবেচনায় আপনি যদি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তবে আাপনার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান হতে পারে হিউস্টন বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

এ স্কলারশিপটি পেতে হলে শিক্ষার্থীদের আগে ভর্তি হতে হবে সেখানে। এরপর করতে হবে বৃত্তির আবেদন। শিক্ষার্থীরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, হিউম্যান সায়েন্স, ব্যবসা ও মানবিকের যেকোনো বিষয় নিয়ে পড়তে পারবেন এখানে।

সুবিধা:

যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্কলারশিপের আওতায় প্রতি বছর আড়াই হাজার ডলার পাওয়ার সুযোগ। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ১৩ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা:

* পূর্ববর্তী জিপিএ ৩.০০ এর উপর থাকতে হবে।
* ফাইলে অবশ্যই ইউএইচসিএল ভর্তির আবেদন লেখা থাকতে হবে।
* ভর্তির আবেদন ফি পরিশোধ করতে হবে।
* বৃত্তির জন্য সিজিপিএ ন্যূনতম ২.৫ ধরে রাখতে হবে।
* ইংরেজি দক্ষতার স্কোর অনুযায়ী প্রার্থীদের বৃত্তির ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

https://www.uhcl.edu/eservices/