রসায়নে আমেরিকায় উচ্চশিক্ষা ও চাকরি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত


Barishl | Published: 2021-12-23 07:40:39 BdST | Updated: 2024-03-29 19:27:40 BdST

ওবায়দুর রহমান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রসায়ন বিভাগের আয়োজনে রসায়নে উচ্চশিক্ষা ও চাকরি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন বিদেশে পড়াশোনা করে দেশে ফেরত এসে মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান। এবং দেশের সাধারণ জনগণের অর্থে অর্জন করা শিক্ষা মানুষের কল্যাণে ব্যবহার করার প্রয়োজনীয়তা বর্ননা করেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান খান রসায়নের ভবিষ্যত সম্পর্কে আলোচনার পাশাপাশি কলাবরেটিভ রিসার্চ সংক্রান্ত যে কোনো ব্যাপারে সহযোগিতা করার কথা বলেন। এছাড়া তিনি রসায়ন সংক্রান্ত চাকরির বিভিন্ন দিক তুলে ধরেন।

কি নোট স্পিকার অধ্যাপক ড. আবুল কালাম উচ্চতর পড়াশোনা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা প্রদানের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম গবেষণায় উন্নতির লক্ষ্যে বিদ্যমান গবেষণাগারকে সমৃদ্ধ করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ড. মোঃ মাসুদ পারভেজ।

//