বইমেলায় ভেঙে পড়ল গ্রামীণফোনের অস্থায়ী টাওয়ার


Dhaka | Published: 2020-02-12 05:40:19 BdST | Updated: 2024-05-02 15:22:01 BdST

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের নির্মিত একটি টাওয়ার ভেঙে পড়েছে ৷ তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷

বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা উদ্‌যাপন কমিটির সদস্যসচিব জালাল আহমেদ আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে অস্থায়ী ভিত্তিতে দুটি সিগন্যাল টাওয়ার নির্মাণ করেছে গ্রামীণফোন।

আজ বিকেল চারটার দিকে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে খাবারের স্টলের পাশে স্থাপিত টাওয়ারটি হঠাৎ ভেঙে পড়ে ৷ তবে এ ঘটনায় কেউ হতাহত হননি ৷ গ্রামীণফোনের প্রকৌশলীরা সমস্যাটির দ্রুত সমাধানে কাজ করছেন ৷