ভবিষ্যৎ স্থপতির পুরস্কার পেলেন তিন শিক্ষার্থী


Dhaka | Published: 2020-12-22 19:44:36 BdST | Updated: 2024-04-26 02:38:15 BdST

ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগের আয়োজন অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট প্রতিযোগিতার সেরা তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বুয়েটের হুমায়রা আনান, দ্বিতীয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সৈয়দ আফেজ উল মাহমুদ ও তৃতীয় হয়েছেন বুয়েটের নাজমুজ সাকিব। আর বিশেষভাবে প্রশংসিত হয়েছেন দেবাশীষ রায় (বুয়েট) ও উম্মে তাহমিনা হক (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক)।

সেরা তিন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী এক লাখ টাকার চেক, দ্বিতীয় বিজয়ী ৭৫ হাজার টাকার চেক ও তৃতীয় বিজয়ী ৫০ হাজার টাকার চেক পাবেন। এ ছাড়া দেওয়া হবে বিজয়ী এবং বিশেষভাবে প্রশংসিত দুই অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র ও সম্মাননা ক্রেস্ট।

ভবিষ্যৎ স্থপতিদের উৎসাহ দিতে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম ও আইএবি যৌথভাবে অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট শিরোনামে দ্বিতীয়বারের মতো তরুণ স্থপতিদের থিসিস প্রকল্পের ওপর এ প্রতিযোগিতার আয়োজন করেছিল। এ উপলক্ষে গত রোববার (২০ ডিসেম্বর) অনলাইনে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী অনলাইনে ভার্চ্যুয়াল গ্যালারির মাধ্যমে এ অভিনব প্রদর্শনী চলবে। মূলত নবীন স্থপতিদের উৎসাহ দিতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ শিরোনামে এই অ্যাওয়ার্ড চালু করেন উদ্যোক্তারা।

অনলাইনে প্রদর্শনীর উদ্বোধন করেন আইএবির সভাপতি স্থপতি জালাল আহমেদ ও কেএসআরএমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.)। প্রদর্শনীতে আইএবি অন্তর্ভুক্ত দেশের অন্যতম ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থপতি বিভাগের শেষ বর্ষের ছাত্রদের সেরা তিনটি করে মোট ৩০টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

প্রজেক্ট নির্বাচনে জুরি বোর্ডে ছিলেন স্থপতি হারুন-অর-রশিদ, স্থপতি জালাল আহমেদ, ড. নাসরিন হোসাইন, স্থপতি আশিক ভাস্কর মান্নান, স্থপতি রাশেদ হাসান চৌধুরী। জুরিবোর্ড ৩০ প্রকল্প থেকে তিনটি প্রকল্পকে সেরা এবং দুটি প্রকল্পকে বিশেষভাবে প্রশংসিত হিসেবে নাম ঘোষণা করেন।

প্রতিযোগীদের গবেষণাপত্র ও মডেল অনলাইনে দেখতে https://artspaces.kunstmatrix.com/en/exhibition/3601201/kafa-2020 এ ঢুঁ মারতে হবে আগ্রহীদের। বিজ্ঞপ্তি