নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক | Published: 2025-05-16 20:21:47 BdST | Updated: 2025-06-13 13:51:38 BdST

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় নেপালকে ২-১ গোলে হারিয়েছে তারা। আগামী ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি আসে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে। ৭৩ মিনিটে ফয়সালের তোলা কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আশিকুর রহমান। নেপালের রক্ষণভাগ ও গোলরক্ষক কিছুই করতে পারেননি। ফয়সালের নিখুঁত কর্নার ও আশিকুরের দারুণ হেডে বাংলাদেশ এগিয়ে যায়।

এর সাত মিনিট পর ফের আলো ছড়ান অধিনায়ক ফয়সাল। মানিকের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি।

নেপাল অবশ্য হাল ছাড়েনি। ৮৬ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে তারা একটি গোল পরিশোধ করে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন এগিয়ে এলে, তার পাশ দিয়ে বল জালে পাঠান এক নেপালি ফুটবলার। এরপর রেফারি সাত মিনিট অতিরিক্ত সময় দেন। সমতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা চালালেও আর সফল হতে পারেনি নেপাল। বাংলাদেশ সতর্কতার সঙ্গে বাকি সময়টা সামলে নিয়ে ম্যাচ জিতে নেয়।

প্রথমার্ধে বাংলাদেশ তেমন ভালো খেলতে পারেনি। বরং নেপালই ছিল এগিয়ে। ৩০ মিনিটে তাদের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফিরে আসে। একাধিকবার বাংলাদেশের গোলরক্ষক মাহিন পরাস্ত হলেও ভাগ্য সহায় ছিল। বল দখল ও আক্রমণে নেপাল ছিল বেশ সক্রিয়। বাংলাদেশ কেবল কাউন্টার অ্যাটাকে চেষ্টা চালালেও গোলের মতো কিছু তৈরি হয়নি। ৩২ মিনিটে বক্সের কাছে ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।