
গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ গোলে হেরে যাওয়ার পর কোচ দরিফাউ জুনিয়রকে ছাঁটাই করে ব্রাজিল। গত মাসে রেয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে সিবিএফ।
ব্রাজিলের ইতিহাসের প্রথম কোনো বিদেশি হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পেয়েছেন আনচেলত্তি। কিন্তু তাঁর শুরুটা আশানুরূপ হয়নি। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ওদিকে আগেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা চিলিকে ১-০ গোলে হারিয়ে দেশটির বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে।
বাছাইপর্বে দুইয়ে থাকা ইকুয়েডরের বিপক্ষে জয়ের আশায় একাদশে চমক রেখেছিলেন আনচেলত্তি। ক্লাবে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া নিষেধাজ্ঞার কারণে ছিলেন না। সে জায়গায় আরেক ফর্মে থাকা ফরোয়ার্ড আন্তোনিকে দেখা যাবে বলে ভাবা হয়েছিল। কিন্তু আনচেলত্তি ডানদিকে বিস্ময়বালক এস্তেভাওকে নামিয়েছেন। ফর্মে থাকা ম্যাথিয়াস কুনিয়ার বদলে আক্রমণের কেন্দ্র করেছেন হিশার্লিসনকে। বাঁ প্রান্তে অবশ্য ভিনিসিয়ুস জুনিয়রই ছিলেন।
কিন্তু ইকুয়েডরের জমাট রক্ষণ ভাঙা যায়নি। প্রথমার্ধে বলার মতো শুধু একটা সুযোগই সৃষ্টি হয়েছিল। ভিনিসিয়ুসের শট ঠেকিয়ে দেন ইকুয়েডর গোলকিপার গঞ্জালো ভায়ে।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক বেশি সুযোগ সৃষ্টি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিনিসিয়ুসের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করেছেন হিশার্লিসন। কাসেমিরোর শট ঠেকিয়েছেন ভায়ে।
গোলশূন্য ম্যাচ শেষে ইকুয়েডর দুইয়ে নিজেদের অবস্থান ধরে রাখলেও ব্রাজিল তিনে নেমে গেছে। প্যারাগুয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে তিনে উঠে গেছে।
ওদিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার আজ জয় না পেলেও চলত। তবে বাছাইপর্বের তলানিতে থাকা চিলির বিপক্ষে ১৬ মিনিটেই গোল করেন হুলিয়ান আলভারেস। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা।
মূল একাদশে না থাকা লিওনেল মেসি পরে বদলি নেমে আলো ছড়ালেও গোল পাননি। ১৭ বছর ২৯৫ দিন বয়সে খেলতে নেমে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রাইট উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো।
বাছাইপর্বে আর ৩ ম্যাচ বাকি আছে। আগামীকাল ভেনেজুয়েলা-বলিভিয়া ম্যাচ যদি ড্র হয়,তাহলে বাকি তিন ম্যাচ থেকে একটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে চলে যাবে ব্রাজিল। তবে ওই ম্যাচে যেকোনো এক দল জয়ী হলে, সমীকরণটা আরেকটু কঠিন হবে তাদের।