বাংলাদেশের ম্যাচ দেখবেন? ৬ নির্দেশনা এল বাফুফের দিক থেকে


নিউজ ডেস্ক | Published: 2025-06-10 11:13:17 BdST | Updated: 2025-06-13 12:01:59 BdST

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনার শেষ নেই। যার দেখা মিলেছিল টিকিট ছাড়ার দিনই। হাইভোল্টেজ এই ম্যাচের জন্য বাংলাদেশের ফুটবল সমর্থকদের কয়েকটি দিক নির্দেশনা দিয়েছে বাফুফে।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে ছয়টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।

সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হলেও দর্শকরা ৫ ঘণ্টা আগেই স্টেডিয়ামে আসতে পারবেন। দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খুলবে বলে জানিয়েছে বাফুফে।

দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফুটবল ফেডারেশন। নকল ও জাল টিকিট নিয়ে কেউ ধরা পড়লে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

টিকিট না পাওয়া সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন।

গত ২৪ মে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছাড়ার পর রাতারাতি সব টিকিট বিক্রি হয়ে যায়। যদিও সাইবার হামলাসহ নানা জটিলতায় অনেক সমর্থক টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন।

সাধারণ দর্শকদের কথা চিন্তা করেই গ্যালারিতে প্রবেশ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্টেডিয়ামের গেট ৩-এ প্রবেশের জন্য বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাউজক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য দুটি লেন থাকবে। যার একটি যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে।

ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে দর্শকদের ছোট আকারে কনসার্টের আবহ দিতে যাচ্ছে বাফুফে। যেখানে গান গাইবেন একাধিক শিল্পী। এছাড়াও ম্যাচের বিরতিতে থাকছে লেজার শো।