পুতুলকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আমার নেই: ভিপি নুর


Dhaka | Published: 2020-08-26 01:08:03 BdST | Updated: 2024-05-02 12:47:25 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেছেন , এরকম চ্যালেঞ্জ জানানর মতো সক্ষমতা আসলে এখনও আমাদের তৈরি হয়নি। আওয়ামী লীগের মতো একটি বড় দল যারা একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলতে গেলে এখন একটি স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছে। যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো কোণঠাসা। মামলা হামলায় ঘর থেকে বের হতে পারে না। যেখানে (পুতুলকে) তাদের দলের ভবিষ্যৎ অনেকে ভেবে থাকেন তাকে তো চ্যালেঞ্জ জানানোর এবিলিটি বা সক্ষমতা আমার নেই।

গতকাল একটি ফেইসবুক লাইভে ডাকসুর ভিপি নুরুল হক নুর এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, তবে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। সে জিনিসটা দেখানোর জন্যই আমরা এই বিষয়টা একটু আলোচনা করেছিলাম। আমরা যেহেতু একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগুচ্ছি সেহেতু নির্বাচন তো সবসময় বলা চলে জনগণের সাথে সংযুক্ত থাকার একটি মাধ্যম। সে ক্ষেত্রে আমরা এ আলোচনাটাকে একটা কাজে লাগাতে পারি কিন্তু এখানে চ্যালেঞ্জ জানানোর মতো কিছু নেই।

সম্প্রতি ঢাকা ১৮ উপনির্বাচনে ডাকসু ভিপি নুরুল হক নুর অংশ নেবেন বলে আলোচনা চলছে। অনেকে বলছেন বা তাদের সহযোগীরা বলছেন, সায়মা ওয়াজেদ পুতুল কে চ্যালেঞ্জ জানাতে তাদের এ নির্বাচনে অংশগ্রহণ। যদিও এ উপনির্বাচনে পুতুলের অংশগ্রহণ করাটাই এখনো অনিশ্চিত।