চাঁদাবাজি: পাবনার এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার


Pabna | Published: 2020-09-04 16:48:27 BdST | Updated: 2024-05-01 20:02:13 BdST

সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সম্প্রতি হাসিবুল খান সানা সাঁথিয়ার বাইবাস সড়ক নির্মাণে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না পেয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার প্রল্লাদ কুমার, সুপারভাইজারসহ কর্মরত শ্রমিকদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রল্লাদ কুমার বাদী হয়ে সাথিয়া থানায় করা মামলায় ২৯ অগাস্ট বিকালে সানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান বলেন, “উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানার বিরুদ্ধে নানা অপকমের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারী নিযাতন, জবরদখর, মাদক সেবনও বিক্রি, চাঁদাবাজী, সন্ত্রাসী কাজসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সাথিয়া পৌর এলাকায় এমন কোনো কাজ নেই যে তিনি করেন না।”

এমএম বিল্ডাস এন্ড কনস্ট্রাকসনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার বলেন, “এর আগেও কাজ শুরুর সময় এই ছাত্রলীগ নেতা আমাদেরকে জিম্মি করে টাকা নেন।”

আবারো তার দাবি করা দশ লাখ টাকা না পেয়ে প্রকল্প এলাকায় মারপিট করে কাজ বন্ধ করে দেন সানা বলে জানান প্রল্লাদ।