চট্টগ্রামে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন


চট্টগ্রাম | Published: 2020-09-06 04:14:37 BdST | Updated: 2024-05-02 04:19:12 BdST

চট্টগ্রামে খেলার মাঠগুলো উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে মহানগর ছাত্রলীগ। শনিবার নগরীর কাজীর দেউরীর আউটার স্টেডিয়ামের সামনে খেলার মাঠ বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ এবং উন্মুক্ত করে দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠ, প্যারেড কর্নার মাঠ এবং আউটার স্টেডিয়াম হচ্ছে প্রধান মাঠ। এসব মাঠে খেলে গড়ে উঠেছে জাতীয় ক্রিকেট দলের নান্নু, আকরাম, তামিম এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনসহ অনেক খেলোয়াড়। কিন্তু এসব মাঠ খেলাধুলার জন্য এখন আর উন্মুক্ত নয়। খেলার সুযোগ না পেয়ে তরুণরা খারাপ আড্ডা এবং অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের উপদ্রব, সন্ত্রাস ও মাদকের আখড়া গড়ে উঠছে। গলির মোড়ে, বিভিন্ন শপিংমলের সামনে কিশোররা আড্ডার নামে ইভটিজিংয়ে জড়িয়ে পড়ছে। তাই নগরীর সব মাঠ উন্মুক্ত করে দিয়ে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, সহসম্পাদক কায়সার আহমেদ রাজু, আবুল মনসুর টিটু, শুভ ঘোষ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ, বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ প্রমুখ।