ছাত্রলীগ নেতার পেটে ছুরিকাঘাত, পিঠে-কোমরে চাপাতির কোপ


Chatagram | Published: 2021-02-15 00:44:08 BdST | Updated: 2024-04-20 11:17:42 BdST

পেটের ভেতর ঢুকিয়ে দেয়া হয় ছুরি। পিঠে ও কোমরে দেয়া হয় চাপাতির কোপ। চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী প্রতিপক্ষের হামলায় এভাবে আহত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশেক হাসান।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

আশেক হাসানের ভাই আকিব হাসান বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় আমার ভাইয়ের ওপর স্থানীয় কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় জাবের, আকরাম, পারভেজ, সাহাব উদ্দিনসহ বেশ কয়েকজন জড়িত।’

জানা গেছে, আশেক হাসানকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটে, পিঠে ও কোমরে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশেক হাসানের পেটে, পিঠে ও কোমরে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি হামলাকারীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।’

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আশেক হাসান নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’