ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদের


ঢাকা | Published: 2021-02-18 01:28:57 BdST | Updated: 2024-04-19 07:04:06 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন আজ বুধবার এক বিবৃতিতে সংহতির কথা জানান।

বিবৃতিতে মো. রাশেদ খাঁন বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দেশি অস্ত্র, লাঠিসোঁটা ও রড দিয়ে বরিশাল নগরীর বিভিন্ন মেসে ন্যাক্কারজনক ও নারকীয় হামলার ঘটনা ঘটেছে‍। এতে ২৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং আরো অনেকেই হামলা শিকার হয়েছেন। এই ঘটনায় দেশের ছাত্র সমাজ মর্মাহত।

ছাত্র অধিকার পরিষদের এই নেতা বলেন, শিক্ষার্থীদের উপর এমন সন্ত্রাসী হামলা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উপর এমন হামলা অতীতেও হয়েছে। কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময়েও শিক্ষার্থীদের উপর এমন নির্মম হামলা চালানো হয়েছিল।

মো. রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করছে। অধিকন্তু, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনি সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছে।

ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সভাপতি মোল্লা বিনিয়ামিন জানান, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্যের সামনে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার রাতে সশস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলার ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তাঁরা। বেলা সাড়ে ১১টায় চলমান সংকট নিরসনে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল। বৈঠকে প্রতি তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।