পুলিশি বাধায় আক্তারের মুক্তির দাবিতে সংহতি সমাবেশ পন্ড


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2021-04-16 00:17:37 BdST | Updated: 2024-03-29 10:46:06 BdST

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের মুক্তির দাবিতে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশ পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল নুরুল হক নুর ও আক্তারের সর্মথকরা।

চারটার কিছুক্ষণ আগে নূরের ৩০ থেকে ৪০ জন সমর্থক রাজু ভাস্কর্য এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করলে শাহবাগ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্ররক্টরিয়াল টিমের বাধায় তারা একত্রিত হতে পারেননি। পরে তাদের ১০ থেকে ১২ জন  ডাচের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ৫ মিনিটের মধ্যে সেখান থেকে সরে যান। 

ছাত্র অধিকার পরিষদ এর মশিউর রহমান তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে জানান, সেখান থেকে যাওয়ার পথে শহীদ মিনার এলাকা থেকে তাদের সংগঠনের দুইজনকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনসহ আরো একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুইদিন আগে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এনিয়ে নুরদের সংগঠনের মোট ৫২ জনকে আটক করা হয়েছে বলে দাবি নুর সমর্থকদের।

আক্তারের মুক্তির দাবিতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে লেখালেখি করছেন তার সমর্থকরা।

//