শিক্ষার্থীদের যাবতীয় ভাড়া মওকুফ চেয়ে রাবি ছাত্রলীগের ৪ দফা দাবি


Rajshahi | Published: 2021-09-06 00:39:59 BdST | Updated: 2024-03-29 06:05:57 BdST

আবাসিক হল ও পরিবহনসহ অন্যন্য ভাড়া মওকুফ চেয়ে ৪ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বিবদ্যালয়ের উপাচার্য বরাবর দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপি করোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহনসহ অন্যান্য ভাড়া গ্রহণ অমানবিক উল্লেখ করে, তা মওকুফসহ ৪ দফা দাবি জানানো হয়।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী নিকট থেকে হল কিংবা পরিবহনসহ অন্যান্য ভাড়া গ্রহণ করা হয়েছে, তা ফেরত দেয়ার ব্যবস্থা করা। মেডিকেল সেন্টার আধুনিকীকরণ ও করোনার সুচিকিৎসার ব্যবস্থার পাশাপাশি যেসকল শিক্ষার্থী নিজ এলাকা থেকে ১ম ডোজ টিকা নিয়ে রাজশাহীতে অবস্থান করছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের ২য় ডোজের ব্যবস্থা করা।

এছাড়া বিভিন্ন বিভাগে পরীক্ষা রুটিন প্রকাশ করার ফলে অনেক শিক্ষার্থী রাজশাহী চলে আসার পর আবাসন সংকটের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন সমস্যা নিরসনে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া দর দাবি জানানো হয়।

এর আগে, করোনায় শিক্ষার্থীরা যে সকল সেবা গ্রহণ করেনি, সেগুলো ভাড়া মওকুফ চেয়ে প্রশাসনের সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। ফলে বিষয়টি আমলে নিয়ে, তা মওকুফের আশ্বাস দেন বিশ্বিবদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর।

//