ঢাবি হল ছাত্রলীগে ৩৬ পদে নেতা হতে চান ৩০০ জন


Dhaka | Published: 2021-12-03 11:29:51 BdST | Updated: 2024-03-29 14:56:39 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি হওয়ার জন্য তিন শতাধিকের বেশি পদপ্রার্থী সিভি জমা দিয়েছেন বলে জানিয়েছে ঢাবি ছাত্রলীগের দফতর সূত্র। বিভিন্ন হল থেকে অনেক সাধারণ শিক্ষার্থীও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

মধুর ক্যান্টিনে ঢাবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর তত্ত্বাবধানে জীবনবৃত্তান্ত গ্রহণের কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নেতা (সভাপতি-সেক্রেটারি) হতে পারবেন মোট ৩৬ জন। বাকি সবাইকে হতে হবে হতাশ। তবে তাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের এক্সটেনশন কমিটির বিভিন্ন পদে পদায়ন করা হতে পারে বলে জানা গেছে।

সিভি জমা নিচ্ছেন সঞ্জিত ও সাদ্দাম 

করোনা সংকট ও নানা ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সম্মেলন। তবে ছাত্রলীগ সূত্র জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসেই ঢাবি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হতে পারে। শীঘ্রই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাবি হল ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সেটি এই ডিসেম্বরেই হতে যাচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, "বিভিন্ন হলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে সিভি জমা দিয়েছেন। সুশৃংখলভাবে সিভি জমা দেওয়ায় তাদেরকে ধন্যবাদ। ৩২০থেকে ৩৩০ জন সিভি জমা দিয়েছেন। আরো বিস্তারিত আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো।"

এর আগে সংবাদমাধ্যমকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য জানিয়েছিলেন, "যারা মেধাবী, ছাত্রদের সঙ্গে ভালো সম্পর্ক ও ফ্রেশ ইমেজের এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় তাদেরকেই পদায়ন করা হবে।"

এদিকে পদপ্রার্থীরা বলছেন, দ্রুত যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় এবং এ মাসেই যেন তা করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

# পরবর্তী প্রতিবেদনে দেখুন,  "কোন হলে কারা প্রার্থী হলেন এবং কারা এগিয়ে আছেন"

//