ছাত্রলীগের ঢাবি হল সম্মেলন জানুয়ারির শেষ সপ্তাহে


DU Correspondent | Published: 2022-01-16 04:16:48 BdST | Updated: 2024-04-19 11:55:32 BdST

চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে সম্মেলন করতে একমত হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা। এই সম্মেলন জানুয়ারির ২৮, ২৯ ও ৩০ তারিখের মধ্যে হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ চার নেতার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়।

তবে হল সম্মেলনের সুনির্দিষ্ট দিন-তারিখ ওই সূত্রটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তবে মাসের ২৮,২৯,৩০ তারিখ সম্মেলন হতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হল কমিটি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেখক ভট্টাচার্যের বাসার সামনে যান বিভিন্ন হলের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা। পরে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা তাদের নিয়ে টিএসসি যান। সেখানে এ বিষয়ে প্রায় ঘণ্টাদুয়েক আলোচনা হয়, যা এক পর্যায়ে তর্ক-বিতর্কে রূপ নেয়। ওই বৈঠকে এ মাসের মধ্যে হল কমিটি না দিলে দুই কেন্দ্রীয় নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করার ঘোষণা দেয় হল পদপ্রার্থীরা।

এর জের ধরে টিএসসিতেই ছাত্রলীগের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক ১৪ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে অনুষ্ঠিত হয়।

এর আগে, গত দুই মাসে হলগুলোর কমিটি গঠনের জন্য দুই দফায় হল সম্মেলনের তারিখ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।