ঢাবির বিভিন্ন হলে সভাপতি-সেক্রেটারি হতে চান যারা


Dhaka | Published: 2022-01-23 19:20:15 BdST | Updated: 2024-04-23 19:45:33 BdST

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সমন্বিত সম্মেলন। এর কয়েকদিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। হল কমিটির অপেক্ষায় প্রহর গুণছেন পদপ্রার্থীরা। হল নেতা হতে বায়োডাটা জমা দিয়েছেন ৩৩০ জন। এরমধ্যে নেতা হতে পারবেন ১৮টি হলে মাত্র ৩৬জন। পদবঞ্চিত বাকিদেরকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে পদায়ন করা হবে বলে সাধারণ সভায় জানিয়েছেন সঞ্জিত চন্দ্র দাস।

একনজরে দেখে নেয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কারা হতে চান সভাপতি ও সাধারণ সম্পাদক...

স্যার সলিমুল্লাহ মুসলিম হল:
মোস্তফা সরকার মিশাত, ইমন খান জীবন, মিলন খান, মো. হাকিমুল ইসলাম, তানভীর সিকদার, সাইমুন ইসলাম বাপ্পী

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল:
কামাল উদ্দিন রানা, আনোয়ার হোসেন, রুবেল হোসেন, সাইফুল্লা আব্বাছী অনন্ত, সুরাপ মিয়া সোহাগ, হাফিজ উর রহমান, আমির হামজা।

স্যার এ. এফ রহমান হল:
সালাহ উদ্দিন আহমেদ সাজু, মিজানুর রহমান রনি, মুহাম্মদ ফয়সাল মাহমুদ, আব্দুর রহিম সরকার, আপেল মাহমুদ

হাজী মুহম্মদ মুহসিন হল:
শহিদুল হক শিশির, হোসেন (লেখক) মেহেদী হাসান মিজান, সম্রাট লিটন, রবিউল আউয়াল রবি, সাদিল আব্বাস

আরও পড়ুনঃ ঢাবির হলে হলে সভাপতি-সেক্রেটারি হতে চান যারা  (পর্ব১)

মাস্টার দা’ সূর্যসেন হল:
মো. মারিয়াম সোহান, মো. সিয়াম রহমান, সৈয়দ শরিফুল আলম শপু, ইমরান সাগর।

জগন্নাথ হল:
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক অতনু বর্মণ ও হল সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস এবং সজল দাস।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল:
মো. ইরফানুল হাই সৌরভ, জাহিদুল ইসলাম (জাহিদ), শরিফ আহমেদ মুনিম, মো. আশরাফুল ইসলাম, সুইট (লেখক)।

ফজলুল হক মুসলিম হল:
এনায়েত হোসেন, আবু হাসিব মুক্ত,শিহাব উদ্দিন অন্তর, আনোয়ার হোসেন নাইম, এহতেশামুল হক হৃদয়, আবু মুসা শুভ।

অমর একুশে হল:
আহসান হাবীব, রাতুল হোসেন, নাইম ইমদাদুল হাসান (সোহাগ), আলিফ আল আহমেদ, মঈনুল তানভীর, রুহুল আমিন শিপন

আরও পড়ুনঃ ঢাবির ছাত্রী হলগুলোতে নেত্রী হতে চান যারা