হল সম্মেলনে পদ নিয়ে রেষারেষি চাই না: জয়


DU Correspondent | Published: 2022-01-24 09:41:55 BdST | Updated: 2024-03-28 18:20:22 BdST

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আমাদের প্রত্যেক স্তরের নেতারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, ছাত্রলীগকে ভালোবেসে অবিরাম কাজ করে যাচ্ছেন। তবে ৩০ জানুয়ারির হল সম্মেলন শুধু সভাপতি-সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়। সবাই এই দুই পদের লড়ায়ে ব্যস্ত থাকলে হবে না। ছাড় দেওয়ার মন মানসিকতাপূর্ণ হল সম্মেলন চাই, কোনো রেষারেষি চাই না।

রোববার (২৩ জানুয়ারি) স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশ সবসময় মেধাবীদের রাজনীতি আশা করে। এখানে সাধারণ-অসাধারণ কোনো ভেদাভেদ নাই। তাই প্রত্যেক ছাত্রনেতাদের উচিত শিক্ষার্থীবান্ধব হওয়া। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকে অবশ্যই সহমর্মিতার আচরণে পরিপূর্ণ থাকতে হবে, ভাবতে হবে কর্মীদের কথা। একজন বিনয়ী ছাত্রনেতাই পারবে শিক্ষার্থীদের জনপ্রিয় নেতা হিসেবে এগিয়ে যেতে।

হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, তিলোত্তমা শিকদার, রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, ফেরদৌস আলম, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রনি, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান তাপস পরিবেশ সম্পাদক শামীম পারভেজ।

//