কখনোই ছাত্রদল করিনি, প্রচারিত অডিওটি সুপার এডিটেড: সাকিব


নিজস্ব প্রতিবেদক | Published: 2022-09-16 02:23:08 BdST | Updated: 2024-03-29 14:32:19 BdST

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আলোচনায় আসা বিভিন্ন বিষয় নিয়ে বলেন,'আমি জীবনে কখনোই ছাত্রদলের রাজনীতিতে ছিলাম না। বোধ হওয়ার পর থেকেই আমি ছাত্রলীগের সাথে জড়িতি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদগুলো বিরোধীদের দ্বারা প্রভাবিত এবং প্রচারিত অডিওটি সুপার এডিটের মাধ্যমে বানানো হয়েছে। আজকাল এরকম অডিও-ভিডিও চাইলেই বানানো যায়।'

সাকিব বলেন, 'আমি ২০১০-১২ সালে বাজুবাঘা ইউনিয়ননের ৩ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ছিলাম। ২০১৩-১৪ সালে বাজুবাঘা ইউনিয়নন ছাত্রলীগের আহবায়ক ছিলাম। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করাতে বিএনপি-জামাত কর্তৃক নির্যাতনের শিকার হই। আমার বাবা, চাচা আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন। আমার ভাই যুবলীগ করেন। আমার পুরো পরিবার আওয়ামী লীগ।' 

তিনি বলেন, আমাকে ছোট ও হেয় করার জন্য বিএনপি-জামাতের দোষর একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছ।সাংবাদিকদের ভুলভাল তথ্য দিয়ে প্রভাবিত করছে। এসব সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। 

সংবাদ মাধ্যমে প্রচারিত অডিও সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, 'তথ্যপ্রযুক্তির এই যুগে চাইলে আপনার ভিডিও ও অডিও বনানো যায়। যারা প্রযুক্তি সম্পর্কে জানে তাদরকে জিজ্ঞাসা করেন। প্রচারিত অডিওটি আমাকে হেয় করার জন্য প্রযুক্তির ব্যবহার করে বানানো হয়েছে। আমি এসব সংবাদের তীব্র প্রতিবাদ জানানাই। একটি মহল ছাত্রলীগকে শিক্ষার্থীদের কাছে খারাপভাবে উপস্থাপনের জন্য লেগে আছে। এটি সেই ষড়যন্ত্রেরই অংশ।'

//