রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2023-01-16 06:06:31 BdST | Updated: 2024-03-29 13:12:09 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (শুক্রবার) রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব লাভ করেছেন মোঃ নাঈমুজ্জামান (নাঈম)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী। কমিটিতে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন মোঃ ফারহান ইশরাক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার সদর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৯ সালে এ সংগঠনটি যাত্রা শুরু করে। নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা। এছাড়াও সংগঠনটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য 'ভর্তি সেবা সহায়তা', বাৎসরিক ইফতার মাহফিল ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোঃ নাঈমুজ্জামান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুরের সবাই মিলে আমরা একটি পরিবার। পরিবারের সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।" নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারহান ইশরাক জানান, "আগামী দিনগুলোতে ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমরা কাজ করব।"

//