জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের লিফলেট বিতরণ


Desk report | Published: 2024-03-09 20:36:12 BdST | Updated: 2024-04-27 14:30:13 BdST

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৯ মার্চ) শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ক্যাম্পাসের পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ ও জজকোর্ট এলাকায় তারা এ কর্মসূচি পালন করে।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ভোটারবিহীন এই সরকার জনগণের ওপর প্রতিশোধ নিতেই দেশের সব জিনিসপত্রের মূল্য সরকারের নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে লাগামহীনভাবে বৃদ্ধি করছে। যাতে করে দেশের মধ্যে সব সেক্টরে দুর্ভিক্ষ সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে দেশের শিক্ষা উপকরণের মূল্য নাগালের বাইরে চলে গেছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে।

শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা না থাকার কারণে প্রতিনিয়তই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে চলেছে। দেশের সকল বাজার সরকারের নিজস্ব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। এ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দেশের জনগণকে বাঁচাতে শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), শাহরিয়ার হোসেন, নাসিম হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন। সহ-সাংগঠনিক সম্পাদক মাসফিকুল ইসলাম, সদস্য- আফনান, তানজিল, সৈকত, আনোয়ার,শামিমসহ অনেকে।