
কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্পের পরিকল্পনা করছে ভারত, যে পরিকল্পনায় নেই বাংলাদেশ। নতুন পরিকল্পনায় কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের (সেভেস সিস্টার্স) সঙ্গে যোগাযোগের জন্য সড়ক পথ বেছে নিয়েছে ভারত সরকার।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত সরকার। এই মহাসড়ক হবে মিয়ানমারের মাল্টি-মডাল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স নামে পরিচিত) ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্রপথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে।
ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, প্রকল্পটি হবে বাংলাদেশের জন্য একটি ‘জবাব’।
উল্লেখ্য, গত মার্চে বেইজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, উত্তর-পূর্ব ভারত ‘ভূবেষ্টিত।’ এই অঞ্চলের জন্য বাংলাদেশই সমুদ্রের (প্রবেশের) অভিভাবক।’