সংঘর্ষে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস, আরও ৭০০ মেরিন সেনা মোতায়েন


ডেস্ক নিউজ | Published: 2025-06-10 12:35:33 BdST | Updated: 2025-06-13 13:19:10 BdST

অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের প্রতিবাদে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ২ হাজার ন্যাশনাল গার্ডের পাশাপাশি সাময়িকভাবে ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেইসঙ্গে লস অ্যাঞ্জেলসে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ন্যাশনাল গার্ডের এই সদস্যদের সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত ফেডারেল বাহিনীকে সহায়তা করবে ৭০০ মেরিন সেনা। 

সোমবার শহরটির ফেডারেল ভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয়-এমন গুলি ছুড়েছে পুলিশ। পাল্টা জবাবে পুলিশদের লক্ষ্য করে প্লাস্টিকের পানির বোতল ও ইটপাটকেল ছুঁড়েছে বিক্ষোভকারীরা। 

বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুমোদন ছাড়াই ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। 

অভিবাসীদের গ্রেপ্তার ইস্যুতে উত্তাল আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কার্যক্রমের সমালোচনা করছেন প্রশাসনেরই অনেকে। এ তালিকায় রয়েছেন খোদ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এ কারণে এবার এই নিউসমকেও গ্রেপ্তারের পরামর্শ দিলেন ট্রাম্প।

আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে লস অ্যাঞ্জেলসে। বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি একাধিক গাড়িতে আগুনও জ্বালিয়ে দেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই সেখানে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প।

তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে। যাঁরা তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তাঁদের মধ্যে অন্যতম গ্যাভিন নিউসম।