অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৮


ডেস্ক নিউজ | Published: 2025-06-10 16:10:59 BdST | Updated: 2025-06-13 13:31:36 BdST

অস্ট্রিয়ার একটি স্কুলে গুলিতে কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার গ্রাজ শহরের ওই স্কুলে এই হামলা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, ছাত্র ও শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী একজন ছাত্র বলে মনে করা হচ্ছে। তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইকোনোমিক টাইমস বলছে, ড্রেইয়ার্সচুটজেনগাসে হাইস্কুলে ওই হামলা হয়। অভিযান চলছে। তবে পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্কুলটিতে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকেরাও রয়েছেন।

স্থানীয় ট্যাবলয়েড ক্রোনেন জেইটুং বলছে, হামলায় আটজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় সকাল ১০টার দিকে অভিযান শুরু করেছে পুলিশ।

বিবিসির লাইভে বলা হয়েছে, পুলিশ সাধারণ দলের পাশাপাশি আক্রমণ এবং জিম্মি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের বিশেষজ্ঞ কোবরা ইউনিট মোতায়েন করেছে।

স্থানীয় হাসপাতালগুলোর জন্য একটি দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের নিকটবর্তী একটি কনসার্ট এবং প্রদর্শনী হলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সরকার এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার তার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাজে ঘটনাস্থলে যাচ্ছেন।