ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪


ইনডিপেনডেন্ট ডেস্ক | Published: 2025-06-16 07:24:11 BdST | Updated: 2025-07-12 06:01:36 BdST

চার দিনে গড়াল ইরান–ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানে এই পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। হামলায় ১ হাজার ২৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, ইসরাইলের হামলায় রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড-আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। সেইসঙ্গে নিহত হয়েছেন তাঁর সহকারী হাসান মোহাকেক ও কমান্ডার মোহসেন বাকেরি।

এদিন তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনেও হামলা চালায় আইডিএফ। এতে বেশ কয়েকজন আহত হয়।

ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানারও দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।