
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ সোমবার ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা চলমান পাল্টা হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। এই দফায় ইরান আরও বেশিসংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।
তাসনিম জানায়, আইআরজিসির মহাকাশ শাখা এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা ও গতি আরও বাড়িয়েছে। এই অভিযানে ইরানের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম।
সোমবার রাতের আঁধারে চালানো হামলায় তেল আবিব, হাইফা এবং ইসরায়েল অধিকৃত মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সর্বশেষ ধাপে ইরান ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারেও আঘাত হানে, যা চার দিনের মধ্যে সবচেয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।
‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রে দিক পরিবর্তনযোগ্য নজল আছে। ফলে মিসাইলটি যেকোনো সময় দিক পরিবর্তন করতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে ও ওপরে ম্যাক ১৩ থেকে ১৫ গতিতে চলতে পারে (১৬,০০০–১৮,০০০ কিমি/ঘণ্টা)।