খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের


ডেস্ক নিউজ | Published: 2025-06-19 19:05:16 BdST | Updated: 2025-07-12 06:26:28 BdST

ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ‘আধুনিক হিটলার’ এবং ‘তিনি আর বেচে থাকতে পারবেন না’।

আজ বৃহস্পতিবার বীরসেবার সোরোকা হাসপাতাল পরিদর্শন করেন কাৎজ, যেটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন শেষে তেল আবিবের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে হামলা চালানোর নির্দেশ দেন। আইডিএফের যুদ্ধ লক্ষ্য অনুসারে, নিঃসন্দেহে এই ব্যক্তির অস্তিত্ব থাকা উচিত নয়।’

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দেন এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে তার লক্ষ্য বলে মনে করেন, তার এই ভয়াবহ লক্ষ্যকে অব্যাহত রাখতে বা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।’