
ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্স পোস্টে একটি ভিডিও শেয়ার করে এই ক্যাপশন দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।
খামেনির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে তেল আবিবে সৃষ্ট ধ্বংসের চিত্র। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলেও মন্তব্য করেন খামেনি।
এদিকে, ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে বলে জানিয়েছে ইরান। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত স্থাপনায় এসব হামলা চলছে বলে জানায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি।
বৃহস্পতিবার ইরানের হামলায় আহত হয়ে ২৭১ ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, তেহরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন তেল আবিবের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ১৩ জুন ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।
ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। ইসরায়েলে নিহতের সংখ্যা ২৪।