
আমেরিকার ঘাঁটিতে হামলার শঙ্কার মধ্যেই কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলা শঙ্কায় নিজ দেশের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কাতার।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এসব ঘাঁটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটির অবস্থান কাতারের রাজধানী দোহার বাইরে। এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। এতে প্রায় ৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এছাড়াও কিছু ব্রিটিশ সেনাও আছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে।
এদিকে আমেরিকাকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। তাকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ‘ট্রাম্পের পদক্ষেপ হতাশা থেকে উদ্ভূত এবং এর লক্ষ্য তার প্রক্সি ইসরায়েল এবং নেতানিয়াহুকে উদ্ধার করা। যখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর‘পতনের লক্ষণ দেখেন তখন ইরানে হামলা চালিয়ে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন।’
অন্যদিকে, তেহরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে আইডিএফ ইরানি নাগরিকদের সামরিক কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।