10925

ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৬ হাজারে ২৩ হাজার ছাত্রই ফেল

ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৬ হাজারে ২৩ হাজার ছাত্রই ফেল

2018-09-17 22:41:29

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১০ দশমিক ৯৮ শতাংশ পাস করেছে। এই পরীক্ষায় এবার অংশ নেয় ২৫ হাজার ৯৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পাস করে ২ হাজার ৮শ ৫০ জন। গ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ২ জন।

সোমবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবে।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৯ সে‌প্টেম্বর হতে ১অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]