11032

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪৬ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪৬ জন

2018-09-27 07:29:18

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে খ ও গ ইনিটের পরীক্ষা শেষ। বাকি আছে ঘ ইউনিট এবং ক ইউনিটের পরীক্ষা। বিজ্ঞানের শিক্ষার্থীরা ক ইউনিটের মাধ্যমে ঢাবিতে ভর্তি হন। এই ইউনিটে আসন রয়েছে ১৭৫০টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৬ জন প্রার্থী।

মোট আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।

২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কার্জন হল 

যেসব কেন্দ্রে হবে পরীক্ষা 

হাজারীবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।

ভর্তি পরীক্ষার আসন পরিকল্পনা সম্পর্কে জানতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]