11148

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে ১৪ হাজারে ২৬৯ জন পাশ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে ১৪ হাজারে ২৬৯ জন পাশ!

2018-10-09 04:14:56

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের অধীন ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৯ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে অঙ্কনের জন্য উত্তীর্ণ হয় ১হাজার ৫৬৬ জন । অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৬৯জন। সেই হিসেবে পাশের হার শতকরা ১৯ দশমিক ৪৫ভাগ।

চ ইউনিটের অধীনে আসন রয়েছে ১৩৫ টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। এছাড়া DU CHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবে।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৯অক্টোবর বিকাল ৩ টা থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে। কোটায় আবেদনকারীরা ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর তারিখের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৯ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রমুখ।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]