1474

উপাচার্যকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় কুবি শিক্ষককে শোকজ

উপাচার্যকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় কুবি শিক্ষককে শোকজ

2017-08-10 16:26:17

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে উপাচার্যের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ওই শিক্ষকের নাম মো. আসাদুজ্জামান। তিনি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

বুধবার (০৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পান ওই শিক্ষক।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষককে অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণাদিসহ লিখিত বক্তব্য রেজিস্ট্রারের নিকট উপস্থাপনের জন্য বলা হয়।

চিঠি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দায়সারাভাবে নিম্নানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে গত ৩১ জুলাই ঐ শিক্ষক ফেইসবুকে স্ট্যাটাস দেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ আসাদুজ্জামান বলেন, ‘স্বয়ং উপাচার্যই বলেছেন, ভাস্কর্য নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমি এর প্রেক্ষিতেই ফেইসবুকে লিখেছি। আর প্রথমে যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার না করা হতো তাহলে আগের ভাস্কর্য সরিয়ে নতুন ভাস্কর্য কেন বসানো হলো। উপাচার্যের দমনমূলক কর্মকান্ডের অংশ হিসেবে উদ্দেশ্যমূলক ভাবে আমাকে এ চিঠি দেওয়া হয়েছে।’

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উপাচার্যের নির্দেশক্রমে এ চিঠি দেওয়া হয়েছে। ঐ শিক্ষকের কাছে কোন তথ্য প্রমাণ থাকলে তিনি তা উপস্থাপন করবেন।’

প্রসঙ্গত, এর আগেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে অসদাচরণ ও সিন্ডিকেট সভায় বাধাদানের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিআই/ ১০ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]