1520

শোক দিবস উপলক্ষে ঢাবির একুশে হলে দুদিন ব্যাপী কর্মসূচী

শোক দিবস উপলক্ষে ঢাবির একুশে হলে দুদিন ব্যাপী কর্মসূচী

2017-08-12 21:13:22

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে দুদিন ব্যাপী কর্মসূচীর আয়োজন করা করেছে।
"একুশে সাংস্কৃতিক সংঘ" এবং হল শাখা ছাত্রলীগের যৌথ উদ্দ্যেগে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে ।

দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১২ আগস্ট বিকাল ৩ টায় বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চিঠি লেখন প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্বলন, দেয়ালিকা প্রদর্শন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
১৩ আগস্ট সন্ধ্যা ৭টা টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে অয়োজনের সমাপ্তি ঘটবে ।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি হলের মধ্যে রয়েছে অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল , কবি সুফিয়া কামাল হল ।
এ বিষয়ে একুশে সাংস্কৃতিক সংঘের সভাপতি এনায়েত এইচ মনন বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার বহি: প্রকাশ থেকেই এ অয়োজন ।
তিনি আরো বলেন, সংস্কৃতি রাজনীতির বাহিরের কোন বিষয় নয়, আবার রাজনীতিও সংস্কৃতির উর্ধে নয় । যারা পিতার কাছে চিঠি লেখা প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের এখন থেকেই লেখা শুরুর আহবান জানাচ্ছি ।
উল্লেখ্য, আয়োজনে অংশগ্রহণকারী প্রত্যেককে আগামী ২০ আগস্ট সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে ।

এমএসএল

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]