1526

মেয়াদ পূর্তিতে উপাচার্যকে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ’র সংবর্ধনা

মেয়াদ পূর্তিতে উপাচার্যকে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ’র সংবর্ধনা

2017-08-13 03:38:23

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এর চার বছর মেয়াদ পূর্তিতে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ’ এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে ।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিজ্ঞান ভবনের নিচ তলায় ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সেমিনার কক্ষে এই সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং ২০১৪ সাল থেকে শুরু করে এপর্যন্ত ইন্সটিটিউটের সকল কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

২০১৪ সালে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের একান্ত প্রচেষ্ঠায় এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন থেকে ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন
উপাচার্য মোহীত উল আলম।

আলোচনা সভায় উপাচার্য মোহীত উল আলম বলেন, এই নজরুল ইন্সটিটিউট সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, নজরুল বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ও প্রকাশনা, নজরুলের উপর তথ্যচিত্র, আন্তর্জাতিক সেমিনার সহ নজরুলকে নিয়ে চর্চার একটা প্ল্যাটফর্ম তৈরী করে দিয়েছে। নজরুল গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বাঙ্গালী জাতি নজরুল এবং তার লেখনির সময়পোযোগী সম্মুখ ধারণা পাবে।  

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম শামসুর রহমান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ত্রিশাল প্রেসক্লাব সভাপতি খোরশিদুল আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উপদেষ্টা সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ
ওয়াহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ এইচ.এম জোবায়ের হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসজে/ ১২ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]