1551

মাভাবিপ্রবির তিনটি বিভাগে দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত

মাভাবিপ্রবির তিনটি বিভাগে দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত

2017-08-13 23:33:58

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ (সিপিএস), ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ (এফটিএনএস) ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘‘Team Building and Self Assessment Process at Program Level in Mawlana Bhashani science and Technology University’’ শীর্ষক ওয়ার্কসপ ১৩ আগস্ট ২০১৭ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কসপ গুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আলাউদ্দিন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর সহযোগিতায় উপরোক্ত ৩টি বিভাগে পৃথক পৃথক ভাবে এ ওয়ার্কসপের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. এ. কে. এম. মহিউদ্দিন ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. সাইফুল্লাহ। ওয়ার্কসপে সভাপতিত্ব করেন স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানগণ। ওয়ার্কসপে বিভাগসমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

এমএন/ ১৩ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]