1561

বাকৃবিতে গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ক কর্মশালা

বাকৃবিতে গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ক কর্মশালা

2017-08-14 05:37:06

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ উৎপাদনে গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ৫ দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৮ জন শিক্ষক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৭ জন ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করবেন।

রোববার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “বিল্ডিং ক্যাপাসিটি টু ইমপ্রুভ ডেইরি কাউ ইউজিং মলিকুলার এ্যান্ড নিউক্লিয়ার” শীর্ষক কারিগরি সহযোগিতা প্রকল্পের আওতায় ওই কর্মশালার উদ্বোধন করা হয়।

অস্ট্রিয়ার আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) অর্থায়নে ওই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স্র বিভাগ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্রিশ্চিয়ান হানজেন ও খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকৌশল কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ শামসুদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাকৃবি গবেষণা প্রতিষ্ঠান (বাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। প্রকল্প পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি ও অবস্ট্রেট্রিক্স্র বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূইঞা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আখতার হোসেন গবাদী পশু খাদ্য, প্রজনন, পুষ্টি বিভিন্ন কিছু সম্পর্কে অর্জিত জ্ঞান খামারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

ক্রিশ্চিয়ান হানজেন বলেন, প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রশিক্ষক হিসেবে থাকতে পেরে গর্ব বোধ করছেন। প্রশিক্ষণ কর্মশালায় তিনি এদেশের দুগ্ধ উৎপাদনকারী গবাদি পশুদের সর্ম্পকে জানবেন ও তার দেশের দুগ্ধ উৎপাদনকারী গবাদী পশুদের স্বাস্থ্যসেবা, লালন-পালন থেকে শুরু করে সবকিছু সর্ম্পকে জানাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেএস/ ১৩ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]