1660

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে ঢাবিতে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে ঢাবিতে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

2017-08-18 04:04:18

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন মাহবুবুল হক ভূঁইয়া তারেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদের মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষক তারেকের বিরুদ্ধে আনা ‘হয়রানিমূলক’ অভিযোগ প্রত্যাহার ও অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জাতীয় শোক দিবসে বিভাগে ক্লাস নেওয়া হয়েছে এমন অভিযোগ এনে কুবির প্রশাসনিক ভবনসহ অ্যাকাডেমি ভবনগুলোতে তালা লাগিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা।

কিন্তু অভিযুক্ত শিক্ষক তারেক দাবি করেন, তিনি ওইদিন কোন ক্লাস নেননি। শোক দিবসের কর্মসূচি শেষ করে ফেরার সময় কিছু বিষয় সম্পর্কে কয়েকজন শিক্ষার্থী তার কাছে পুনরায় বুঝতে চান। কারণ তাদের পরীক্ষা চলমান রয়েছে। বাইরে বসার জায়গা না থাকায় তাদেরকে ক্লাস রুমে বসে বোঝাচ্ছিলেন তিনি। এমন সময় ছাত্রলীগ এসে সেখানে উপস্থিত হয়।

মানববন্ধনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক কাজী আনিস বলেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিতেই আজকে আমাদের এই আন্দোলন। জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সত্যি সত্যি ভালবাসেন, তারা তাদের নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন। এখনকার নেতৃবৃন্দের আচরণ মোটেই বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে যায় না। অতিউৎসাহীদের কাছে এখন সারা দেশেই প্রকৃত আদর্শবানরা লাঞ্ছিত হচ্ছেন।

সময় টেলিভিশনের রিপোর্টার ও বিভাগের সাবেক শিক্ষার্থী মানোয়ার হোসেন বলেন, তারেক খুব-ই বন্ধু সুলভ, ছাত্রদের কাছে সে খুব প্রিয় একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষক সমিতি তার পক্ষে দাঁড়িয়েছে।

যমুনা টিভির রিপোর্টার ও বিভাগের সাবেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছিনিমিনি খেলছে কিছু দুর্বৃত্ত। অভিযোগকারী কুবির ছাত্রলীগের সভাপতির নামে গুগলে সার্চ করলে দেখতে পারবেন তিনি একাধিক হত্যা মামলার আসামি। এরকম ব্যক্তিদের দ্বারা সত্যিকারের আদর্শবান ব্যক্তিরা অভিযুক্ত হচ্ছেন। এটা আমাদের জন্য লজ্জা জনক।

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]