29557

একুশ'টি ভিন্ন ভাষায় ভাষা শহীদের শ্রদ্ধা প্রদর্শন

একুশ'টি ভিন্ন ভাষায় ভাষা শহীদের শ্রদ্ধা প্রদর্শন

2024-02-22 15:14:20

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে ‘আমরা তোমাদের ভুলবো না’ পঙক্তি'টি পৃথিবীর ২১ টি ভাষার বর্ণমালায় দেওয়া লেখন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মুখ দেওয়ালে এটি লেখা হয়। দেওয়ালে লেখা ২১ টি মাতৃভাষা হলো; বাংলা, ইংরেজি, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, গ্রীক, জার্মান, ল্যাটিন, ইতালিয়ান, ড্যানিস, রাশিয়ান, ফরাসি, পর্তুগিজ, বার্মিজ, জ্যাপানিজ, আইরিশ, ডাচ, বুলগেরিয়ান, চাইনিজ, কোরিয়ান ও আরবি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন ও বিচার বিভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হারুন আব্দুল্লাহ খান ভাষা শহীদের স্মরণ করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগে বিষয়ে তিনি বলেন, "নগরীর প্রতিটি দেয়াল আমাদের রক্ত দিয়ে অধিকার আদায়ের সমৃদ্ধ ইতিহাস এবং মাথা নত না করার কথা বলবে।প থ ভুল করা পথিককে সঠিক পথে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।"

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমন ব্যাতিক্রমী উদ্যোগের বিষয়ে আইন ও বিচার বিভাগের এক শিক্ষার্থী নাইম আজাদ বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। যার মাধ্যমে শুধু বাংলা নয় পৃথিবীর সব ভাষার যে সমান গুরুত্ব ও মার্যাদা থাকা উচিৎ সেটি ফুটে উঠেছে। ভাষার প্রতি সম্মান প্রদর্শন একটি বোধ জাগিয়ে তুলবে এই উদ্যোগ।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]