30804

‘দেশটা আমার, দেশটার সংস্কারও করবো আমরা’

‘দেশটা আমার, দেশটার সংস্কারও করবো আমরা’

2024-08-01 16:40:18

‘নিজের দেশে অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকবো। এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না’- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নেমে দৃঢ়তার সাথে এমনটাই বললেন লাক্সচ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ-এর ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এসময় কথা বলেন তারা।

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী বাঁধন এসময় প্রতিবাদ জানিয়ে বলেন,“যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না।”

নিরীহ মানুষকে হত্যার দায় রাষ্ট্রের নিতে হবে জানিয়ে সোচ্চার কণ্ঠে বাঁধন বলেন,“ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এর দায় রাষ্ট্রের নিতে হবে।”

বাঁধন এসময় চিৎকার করে অন্যায়ের প্রতিবাদ করে বলেন, “আমাদের নিরাপত্তা দিতে হবে এই রাষ্ট্রের। আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো, তখন কেউ এসে আমাকে কোনো দলীয় ট্যাগ দিবে না। এই ট্যাগের রাজনীতি থেকে বের হতে হবে। আমার অধিকার লাগবে, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো। এই ভাবেই থাকবো। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকবো। এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। কারণ দেশটা আমার। দেশটার সংস্কারও করবো আমরা।”

শুধু বাঁধন নয়, ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ। এতে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, শিবু কুমার শীল, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা সিয়াম আহমেদ, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ যাকেরসহ আরো অনেকে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]