31173

চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ

চবি শিক্ষার্থীদের হল থেকে জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশ

2024-09-26 14:04:53

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তারা এ জিনিসপত্র নিতে পারবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হল/হোস্টেলে তাদের স্ব স্ব নামে বরাদ্দ করা কক্ষ থেকে/সর্বশেষ অবস্থানকৃত কক্ষ থেকে তাদের নিজেদের সমুদয় জিনিসপত্র নিম্নোক্ত শর্তে ২৬.৯.২০২৪ হতে ২৯.৯.২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও শনিবারসহ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ে যেতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিনিসপত্র নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড এবং আসন বরাদ্দপত্র/caution money receipt হল/হোস্টেল প্রশাসনকে দেখাতে হবে। নিজের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া জিনিসের তালিকা হল/হোস্টেল প্রশাসনকে জমা দিতে হবে। এছাড়া উপরোল্লিখিত তারিখের মধ্যে কোনো ছাত্র/ছাত্রী তার জিনিসপত্র নিতে ব্যর্থ হলে এবং এ পরিপ্রেক্ষিতে কারো কিছু হারিয়ে গেলে কিংবা কোনোরূপ ক্ষতি সাধিত হলে এটির জন্য হল/হোস্টেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। কোনো প্রতিনিধির কাছে কারো জিনিস হস্তান্তর করা হবে না।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]