31175

চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাবি উপাচার্যের যোগদান

চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাবি উপাচার্যের যোগদান

2024-09-26 18:31:21

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের সাথে রাবির যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এই সফরের অন্যতম লক্ষ্য।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে উপাচার্যসহ চার সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল অংশ নেন। এতে তাঁরা চীনা ভাষা, শিক্ষা, শিল্প-সংস্কৃতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে তাঁদেরকে শান্ত-মারিয়াম-হোংহে কনফ্যুসিয়াস ক্লাসরুমের পরিচালক প্রফেসর ঝাং জি ফিলিপ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মা জিয়াওইয়ান, চীনা ভাষা বিশেষজ্ঞ প্রফেসর মহিউদ্দিন তাহের, রাবির মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মতিন তালুকদার প্রমুখ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

রাবি প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার এবং অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]